ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
- ১২:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 144

আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। এতে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিএনপির একজন অভিজ্ঞ নারী রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। তিনি পূর্বেও এ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এলাকায় তার উল্লেখযোগ্য জনসংযোগ ও রাজনৈতিক ভিত্তি রয়েছে।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, “দীর্ঘদিন পরে সংগঠন নতুন উদ্যমে মাঠে নামার সুযোগ পেয়েছে। আমরা নেত্রীর নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” এদিকে, দলীয় সূত্র জানিয়েছে অচিরেই জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদারের জন্য নির্দেশনা পাঠানো হবে।


























