বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইলেন ভূট্টোর
- ০৬:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 64

বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই বিভিন্ন মহলে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
তিনি বলেন, “মনোনয়ন বিষয়ে কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কেউ কোনো বিভ্রান্তি ছড়াবেন না। এমন কর্মকাণ্ড সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দলের ভাবমূর্তির পরিপন্থী।”
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইলেন ভূট্টো বলেন, “দল যাকেই মনোনয়ন দিক না কেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এটি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের বিশ্বাস ও অঙ্গীকারের অংশ।”
তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়— আর দলের চেয়েও বড় দেশ। এই দর্শনই আমাদের রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, জিয়া পরিবারই আমাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। ধানের শীষ আমাদের ঐক্যের প্রতীক, ঐক্যই আমাদের শক্তি— আর ঐক্যেই সামগ্রিক মুক্তি।”
ইলেন ভূট্টো বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতিতে বিশ্বাসী। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো অবস্থান বা বিভ্রান্তি সৃষ্টি করা বিএনপির আদর্শবিরোধী।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান— “সময়ের দাবি হলো সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকা। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই হবে আমাদের পথনির্দেশ। বিভ্রান্তি নয়, ঐক্যই এখন আমাদের প্রধান শক্তি।”























