ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষকের মৃত্যু

নাঈমুর রহমান ছরোয়ার
  • ০৩:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 166

 

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক তোফাজ্জেল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘‘বাসচাপায় এক স্কুলশিক্ষক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাসস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষকের মৃত্যু

০৩:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

 

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক তোফাজ্জেল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘‘বাসচাপায় এক স্কুলশিক্ষক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাসস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’