জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যুবারা
- ০৫:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 200

টানা দুই জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে চতুর্থ ম্যাচে আবার ঘুরে দাঁড়াল যুবারা। হারারেতে শুক্রবার (১ আগস্ট) জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের মাত্র ৮৯ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ২ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল। টস হেরে ব্যাট করতে নেমে যুবা টাইগারদের তোপে এদিন ক্রিজে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। চার ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। এছাড়া ২০ রানের ইনিংস খেলেন ব্রান্ডন এনদিওয়েনি। ২৭ রান খরচায় যুবা টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। এছাড়া ২টি করে উইকেট তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। রান তাড়ায় নেমে ইনিংস শুরুর প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নিজের মোকাবিলা করা প্রথম বলেই ক্যাচ তুলে দেন রিফাত বেগ। এরপর ১৬ বলে ২০ রান করে বিদায় নেন কালাম সিদ্দিকী। তবে অধিনায়ক আজিজুল হাকিম ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গী রিজান হোসেন ২৬ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন শেল্টন মাজভিতোরেরা। এদিকে এ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলার যুবারা। ৪ ম্যাচে ৩ জয়ে প্রোটিয়াদের সমান ৬ পয়েন্ট আজিজুল হাকিমদের। অন্যদিকে ৪ ম্যাচে কোনো জয়-ই পায়নি জিম্বাবুয়ে। ফাইনালের আগে ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে লাল সবুজদের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবারা। এরপর ১০ আগস্ট ফাইনালে প্রোটিয়াদের মোকাবিলা করবে বাংলাদেশ।





























