হরতাল ডেকেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলি
- ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 398

গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনি-দখলদার-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলিগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লিগ, জাতীয় শ্রমিক লিগ ও বাংলাদেশ ছাত্রলীগের ডাকে আগামী ২০ জুলাই দেশে হরতাল পালন করা হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনগুলি।
বিবৃতিতে সংগঠনগুলি বলেছে, খুনি-জঙ্গি-সন্ত্রাসী-অবৈধ-ফ্যাসিস্ট ইউনুস কর্তৃক পূণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লিগ ও ছাত্র লিগের কর্মীদের উপর নির্বিচারে-নিষ্ঠুরভাবে গুলি বর্ষণের মাধ্যমে হত্যার প্রতিবাদে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচারকার্য পরিচালনার বিরুদ্ধে এবং জবরদখল করে সন্ত্রাস-সহিংসতা-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসা জনগণের প্রতিনিধিত্ববিহীন, সংবিধান লঙ্ঘনকারী, খুনি-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে এই হরতাল হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশধ্বংসকারী মাফিয়া-জালেম ইউনুসকে চিরতরে উৎখাত করার লক্ষ্যে আসন্ন ‘যমুনা ঘেরাও’ বাস্তবায়নে প্রস্তুতির অংশ হিসেবে আহূত এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে বাংলার আপামর ছাত্র-তরুণ-যুব-কৃষক-শ্রমিক-পেশাজীবী-শিক্ষক-চিকিৎসক-সাংবাদিক-বুদ্ধিজীবী সহ আপামর জনতাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনতাই বিজয়ী করবে গণতন্ত্রের জন্য আহূত জনতার হরতালকে।
প্রিয় মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার, জঙ্গিঘাঁটি বানানোর, অকার্যকর-ব্যর্থ-আইনহীন রাষ্ট্র বানানোর এবং যুদ্ধক্ষেত্রে পরিণত করার ইউনুসিয় ষড়যন্ত্র কোনওভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা ইউনুসকে হটিয়ে দেব। গুড়িয়ে দোব। বিজয় জনতারই হবে।




























