পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত
- ০২:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 221

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও শোকের পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। বৃহস্পতিবার ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোকর্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন প্রভাষক আমীর হামজা মাসুম। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থী সাদাফ মেহেদী বলেন, “জুলাই আমাদের শিখিয়েছে—বৈষম্যের বিরুদ্ধে লড়াই থেমে থাকে না।”
অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের স্মরণে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।” সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, “মাত্র ৩৬ দিনে শহীদ হয়েছেন প্রায় ২ হাজার ছাত্র-জনতা এবং আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।” আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই আন্দোলন’ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।



























