বরিশালে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
- ০১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 226

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা আজ (বুধবার) জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর মধ্যদিয়ে জুলাই আন্দোলন বেগবান হয়। তাঁর এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া এ নতুন বাংলাদেশের দিকে কেউ কালো থাবা দিলে সে হাত ভেঙ্গে দিতে হবে। আমাদের হৃদয়, মনন আর মেধায় শুধু মাতৃভূমিকে ধারণ করতে হবে ।
তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের পরিবার ও আহত সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছে। ভবিষ্যতেও সরকার সহযোগিতার কার্যক্রম চলমান রাখবে। আমাদের সীমাবদ্ধতার মাঝেও আমরা স্থানীয়ভাবে আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি৷
তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি জুলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার প্রশ্নে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। যারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’
এসময় তিনি ছাত্রদের নিজদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে দূরত্ব বাড়লে ও তোমরা দুর্বল হলে শুধু তোমাদের ক্ষতি নয় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের হাত ধরেই দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। ’
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চান আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।























