‘প্রতিভা থাকলেই তৃণমূল থেকে উঠে আসবে ক্রিকেট তারকা’

- ১১:৪১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 110

টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে বরিশালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিসিবি সভাপতি। ছবি: আজকের খবর

প্রতিভা থাকলেই তৃণমূল থেকে উঠে আসবে ভবিষ্যতের ক্রিকেট তারকা। দেশের ক্রিকেটে আর ঢাকামুখী হওয়ার প্রয়োজন নেই, এমনই আশার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে বরিশালে সফরকালে তিনি জানান, দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে উপজেলাভিত্তিক কোচ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা স্টেডিয়ামে পৌঁছান বিসিবি সভাপতি। এই প্রথমবারের মতো বরিশালের মাঠে উপস্থিত হলেন কোনো বিসিবি প্রধান। তাই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকেরা। সেইসাথে ছিলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত বরিশালের স্টেডিয়াম নিয়ে ক্ষোভ ও হতাশার সুরও।
আরও পড়ুন: হামজার হেড আর সোহেলের রকেটে সহজ জয় বাংলাদেশের
বিসিবি সভাপতি জানান, ‘শুধু বিভাগীয় শহর নয়, দেশের প্রতিটি উপজেলায় ক্রিকেট উন্নয়নে একজন করে কোচ নিয়োগের পরিকল্পনা চলছে। এতে করে প্রতিভাবান ক্রিকেটারদের আর ঢাকামুখী হতে হবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাতটি বিভাগে আমরা বিশেষ আয়োজন করেছি। তারই অংশ হিসেবে বরিশাল সফর। এই উপলক্ষ্যেও আমরা নতুন উদ্যোগের কথা জানাতে চাই।’
স্টেডিয়ামে ভিড় করে ক্ষুদে ক্রিকেটার ও তাদের অভিভাবকরা। তারা জানায়, ‘দীর্ঘদিন বরিশালে কোনো জাতীয় কিংবা জেলা পর্যায়ের লীগ হয়নি। এর কারণ হিসেবে স্টেডিয়াম সংস্কারের অজুহাতের আড়ালে বছরের পর বছর ধরে কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ ওঠে, এসময় জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে রাব্বি মাঠ পর্যায়ের সমস্যাগুলোর কথা তুলে ধরেন বিসিবি সভাপতির সামনে। পাশাপাশি তারা বরিশালের খেলাধুলায় নতুন সম্ভাবনা তৈরির আহ্বান জানান।
অনেক অভিভাবক জানান, তাদের সন্তানদের নিয়ে খেলাধুলা চর্চায় আসার পরও সুযোগ না পাওয়ার কষ্ট তাদের হতাশ করেছে। তবে বিসিবি সভাপতির মুখে প্রতিশ্রুতি শুনে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন। ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে। সেই ঐতিহাসিক দিনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাতটি বিভাগীয় শহরে আয়োজন করা হয় বিশেষ উদযাপন। এরই ধারাবাহিকতায় বরিশাল ছিলো শেষ গন্তব্য।
বিসিবি সভাপতি রজত জয়ন্তীর বেলুন উড়িয়ে এই উদযাপনের শুভ সূচনা করেন এবং ভবিষ্যতের জন্য একটি, তৃণমূলনির্ভর ক্রিকেট গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।