লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষক সম্মাননা ও ডিলার কনফারেন্স

- ০৪:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 189

মাটি বাঁচান,কৃষক বাঁচান, দেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে লুমিনাস মিরাক্কেল এগ্রো এন্ড কসমেটিসের আয়োজনে কৃষক সম্মাননা ও ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার নগরীর আমতলার মোড় ব্ল্যাক কুইন রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের বরিশালের ডিলার সৈয়দ মোহাম্মদ আকবর আলী চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান বিশেষজ্ঞ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল জি এম এস কবির খান। লুমিনাস গ্রুপের পরিচালক (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন। লুমিনাস গ্রুপের পরিচালক (অর্থ) জাফর উল্লাহ পাটোয়ারী। লুমিনাস মিরাক্কেল এন্ড এগ্রো কসমেটিকস এর সিইও হাজী মোহাম্মদ আলাউদ্দিন। লুমিনাস গ্রুপের চিফ হেলথ কনসালটেন্ট ইউনানী লিমিটের এর ডাক্তার এম এ কাশেম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ডাইরেক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর ওয়াসিম খান আকাশ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও অঞ্চলের ডিলার বিন্দু।এ সময় বিশেষ অবদান রাখায় কৃষকদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসটি/এমএম