পটুয়াখালীতে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণে পরিবহন খরচের নামে টাকা আদায়!
- ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 316

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকার ভোগীদের কাছ থেকে ট্যাক্সের নামে বাধ্যতামূলকভাবে আদায় করা হয়েছে তিনশত থেকে পাঁচশত করে টাকা।
সরেজমিনে জানাযায় ইউনিয়ন পরিষদের সচিব মো: ফরিদ উদ্দিন এর নির্দেশে গ্রাম পুলিশের সহায়তায় ট্যাক্সের নামে করা হয়েছে টাকা আদায়।একাধিক এলাকাবাসী জানায় আমরা ট্যাক্স দিয়েছি তার পরও জোর করে ট্যাক্সের নাম করে আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে এসব টাকা।এই টাকা না দিলে পাওয়া যাবে না ভিডব্লিউবি)’ কর্মসূচির চাল।তাই আমরা টাকা দিয়েছি। মোসা: তাসলিমা বেগম নামে এক সুবিধাভোগী জানায় চাউলের জন্য পাঁচশত টাকা,ট্যাক্সের জন্য একশত টাকা মোট ছয়শত টাকা চেয়েছে।আমি পাঁচশো টাকা দিয়েছি।এদিকে বিলকিস বেগম নামে আরেক সুবিধাভুগী জানান আমার কাছ থেকে পাঁচশত টাকা নিয়েছে। দুইশত টাকা চাউলের জন্য আর তিনশত টাকা ট্যাক্সের জন্য।
এবিষয় গ্রাম পুলিশ সদস্যদের সাথে কথা বললে তারা জানায় সচিব স্যারের নির্দেশে এই টাকা আদায় করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ সদস্য বলেন সচিব বলছে প্রত্যেক ওয়ার্ড থেকে পাঁচ হাজার করে টাকা গাড়ি ভাড়া বাবদ দিতে হবে।তার নির্দেশে আমরা সুবিধাভুগীর কাছ থেকে ভাড়া বাবদ দুইশত করে টাকা এবং সাথে বকেয়া ট্যাক্সের টাকা আদায় করেছি।গাড়ীভাড়া বাবদ যা উঠেছে তাতে পাঁচ হাজার হয়না তাই ট্যাক্সের টাকা থেকে পুরায়ে পাঁচ হাজার টাকা দিয়েছি।
এবিষয় ১১ নং আউলিয়ার পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ: ছালাম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন ঈদের আগে
২৩৮ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এক প্রশ্নের জনাবে তিনি বলেন একটা টাকা নেয়া হয়েছে সচিবের নির্দেশে। কিসের টাকা সেটা বলতে পারবো না।তবে লোক মারফত শুনেছি চাল আনার খরচ বাবদ নাকি এই টাকা নেয়া হয়েছে।
এবিষয়টি নিয়ে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ফরিদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন পরিষদ পর্যন্ত চাল নিতে গাড়ি ভাড়া লাগে। সরকারের কাছ থেকে ভাড়ার টাকা পেতে সময় লাগে।তাছাড়া ইউএনও স্যার সবই জানে।
এবিষয় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মী বলেন নিয়মিত ইউনিয়ন পরিষদ ট্যাক্স আদায়ের নির্দেশ দেয়া আছে।বাড়তি কোন টাকা আদায়ের প্রমান পেলে আদায়কারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।























