দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

- ০৭:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 106

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভকামনা জানান।
তারেক রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য কামনা করছি।
তিনি বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। এই ত্যাগের মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে মুসলিম উম্মাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের মনোবাসনা।’ এই মনোবাসনাই আত্মশুদ্ধি ও আত্মনিবেদনের প্রতীক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক বৈষম্য ও নানামুখী সংকটের মাঝেও দেশের মানুষ ঈদের আনন্দে সামিল হচ্ছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের পর গত বছরের ৫ আগস্ট তা পতনের মুখে পড়ে। এবার মানুষ কিছুটা স্বস্তির মধ্যে ঈদ উদযাপন করবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির লুটপাট, দুর্নীতি ও ধর্মীয় মূল্যবোধ বিনাশকারী কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এখন প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, শান্তি, নৈতিকতা ও সমতার সমাজ গড়ে তোলা।’
তারেক রহমান বলেন, ‘ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ কোরবানি শুধুমাত্র পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মনিবেদন, ধৈর্য ও বিশ্বাসের প্রতীক। ঈদের এই শিক্ষা সমাজে সাম্য, সংহতি ও সহমর্মিতা গড়ে তোলে।
তিনি বলেন, ‘বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে অনেকেই ঈদের আনন্দ উপভোগ করতে পারছে না। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার চাপে সাধারণ মানুষের ঈদ অনেকে ক্ষেত্রে রূপ নিচ্ছে বেঁচে থাকার সংগ্রামে। এমন দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে।
বার্তার শেষভাগে তারেক রহমান বলেন, ‘ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে গড়ে উঠুক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। মহান আল্লাহর দরবারে এ প্রার্থনাই করছি। ঈদ মোবারক।
ডিলকে/এমএম