দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বর্ষবরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 150

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বর্ষ বরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উজিরপুর মহিলা কলেজ মিলনায়তনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন বাচ্চু ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ভুইয়া, সাবেক অধ্যাপক বিশিষ্ট কবি,সাহিত্যিক ও নাট্যকার আব্দুল হাকিম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাবেক অতিরিক্ত সচিব মহাদেব বসু, অমৃত লাল কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম লিমা, সাবেক অধ্যাপক বেগম ফয়জুন নাহার শেলী, সাবেক অধ্যাপক টুনু রানী কর্মকার, নিলুফা বেগম, ফয়সাল বারী, লুতফুর বারি পান্না, সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন হাওলাদার, শিক্ষাবীদ জিল্লুর রহমান জিল্লু, ইউসুফ আলী, জামাল আজাদ, উৎপল চক্রবর্তী, মোঃ নজরুল ইসলাম গাজী, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র রায়, সাইফুল আহসান বুলবুল, সাবেক অধ্যাপক জিবন চন্দ্র বিশ্বাস, অধ্যাপক রতন কুমার চ্যাটার্জী, ইমাম হাসান, জিনারুল ইসলাম জিয়া, তরুন চক্রবর্তী, সহকারী অধ্যাপক রীতা বেপারী, মাহমুদা খানম, অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, ফাতেমা জান্নাত চাঁদনী, মোঃ মাহবুবুর রহমান, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ আফরোজা বেগম, সোলাইমান তুহিন, কবি মোঃ শাহ আলম রাড়ী, কবি মোঃ আবুল কালাম, ভার্চুয়ালী বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ জিয়াউল হক প্রমুখ। এসময় উপস্থিত সকলে বর্ষ বরন ও সাহিত্য আড্ডায় আনন্দ উৎসবে মেতে ওঠেন।























