রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
- ০১:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 165

মোঃ সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠির রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারী বিকেল ৫ ঘটিকায় রাজাপুর সদরের উপজেলা সড়ক এ চায়ের আড্ডা নামক ক্যাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইব্রাহিম আল হাদী , রাজাপুর শাখার সাধারণ সম্পাদক , যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা সভাপতি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি বায়েজিদ হক ফরাজী, উপজেলা যুব আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল, শ্রমিক আন্দোলন সভাপতি হুমায়ুন কবীর, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মফিজুর রহমানসহ , রাজাপুর সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান , সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সহ সভাপতি অহিদ সাইফুল, সহ সভাপতি লিনূ মাতব্বর। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল, সোহেল, বুলবুল মল্লিক , রাব্বি, নবীন মাহমুদ, হাসিবুর রহমান, সাজ্জাত বিশ্বাস। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ২৪ শের গনঅভ্যুত্থান সব থেকে ভূমিকা বেশি আমাদের , প্রায় ১৬ বছর পর মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ।























