গৌরনদীতে খালের মধ্যে বাঁধ, অতপর……
- ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 167

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে প্রবাহমান খাল দখল করে বিপাকে পড়েছেন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। অতপর, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশনায় দখলকৃত খাল স্বরুপে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন ওই আওয়ামী লীগ নেতা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকার।
বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সরকারী খাল দখল করে নিজের ইচ্ছামত বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণ শুরু করেন ইল্লা এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে খালের বাঁধ অপসারনের জন্য দখলকারীকে পাঁচ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। পরে ওইদিন সন্ধ্যার মধ্যেই দখলকৃত খাল আগের অবস্থায় ফিরিয়ে দিতে বাধ্য হয় সে। তিনি আরও বলেন, যেখানেই সরকারী সম্পত্তি অবৈধ ভাবে দখল হবে, জনস্বার্থে সেখানেই অভিযান চলবে।























