উজিরপুরে বামরাইল ইউনিয়ন পরিষদে চুরি সংঘটিত
- ১১:২৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 168

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়ন পরিষদে চুরি সংঘটিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে অজ্ঞাত চোর চক্ররা বামরাইল ইউনিয়ন পরিষদের লক তালা কেটে ২টি ব্যাটারী,১টি ক্যামেরা ও নগদ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ১৫ জানুয়ারি সকালে স্থানীয়রা পরিষদের দরজার লক তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা বেগমের কাছে জানান।
এরপর বিষয়টি বামরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা বেগম লিখিত ভাবে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র নিকট অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।























