রাজাপুরে ইটভাটায় অভিযান ও জরিমানা
- ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 222

রাজাপুর প্রতিনিধিঃ রাজাপুরের গালুয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ সেভেন স্টার ব্রিকফিল্ডের লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে দেয়া হয়। ভাটার ইট তৈরির চুল্লি ভেঙ্গে দেয়া হয়, ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে দেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন২০১৯) এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, পরিবেশ অধিদপ্তর, বরিশাল ও ঝালকাঠির দু’জন সহকারী পরিচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজাপুর, এপিবিএন,ঝালকাঠি জেলা পুলিশ ও রাজাপুর থানা পুলিশ সহযোগিতা করে।























